মহারাষ্ট্রে হেসে-খেলেই জিতেছে বিজেপি-শিব সেনা জোট। জয়ী হয়েছেন দেবেন্দ্র ফডনবিশ, জিতেছেন আদিত্য ঠাকরেও। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে কিংবা ফড়নবিশ- কেউই এই বিষয়ে কোনও স্পষ্ট জবাব দেননি।
বৃহস্পতিবার ফল প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় উদ্ধব ঠাকরে বারবার বলেন, ৫০:৫০ অনুপাতেই তৈরি হবে সরকার। আগে যা কথা হেছিল, সেইমতই সরকার গঠন হবে বলে উল্লেখ করেন তিনি। যদিও আগে ঠিক কী কথা হয়েছিল, তা স্পষ্ট বলেননি।
মুম্বইয়ে দলীয় সদর দফতরে কড়া বার্তা দেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। ‘কোনও ছাড়াছাড়ির প্রশ্ন নেই। ভোটের আগে যা সমঝোতা হয়েছিল, বিজেপি যেন তা মাথায় রাখে। দরকারে দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলব’।
সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে ঠাকরের কথা যা কথা হয়েছিল সেই অনুযায়ী, প্রত্যেক মুখ্যমন্ত্রী আড়াই বছর করে সময় পেতে পারেন। ঠাকরে বলেছেন, ‘ভোটের আগেই ৫০-৫০ অনুপাতে সরকার ভাগাভাগির সমঝোতা হয়েছিল। ‘ তবে বিজেপির সঙ্গে জোট ভাঙার কোনও ইচ্ছা তাঁদের নেই বলেও এদিন জানিয়েছেন উদ্ধব। এবারই প্রথমবার উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী পদে লড়ে জিতেছেন। ওরলি কেন্দ্র ছেলের জয়ে আপ্লুত উদ্ধব বললেন, ‘ওর বাবা হিসেবে আমি গর্বিত। মানুষ যে ওকে এতো ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি খুশি।’
এবার নির্বাচনে ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। শিব সেনা ১২৪টি আসনে লড়ছে। কংগ্রেস লড়ছে ১৪৭টি আসনে ও এনসিপি লড়ছে ১২১ আসনে। ১০১টি আসনে লড়ছেন এমএনএস।বিপুল মার্জিনে জেতার জন্য ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আদিত্য ঠাকরেও।
লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি আসনে বিজেপি-শিব সেনা জোট পেয়েছে ৪২টি আসন। কংগ্রেস-এনসিপি জোট তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ছিলল ২০১৪-তে বিজেপি ও শিব সেনা তাদের হারিয়ে দেয়।
কংগ্রেস-এনসিপি জোট তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ছিলল ২০১৪-তে বিজেপি ও শিব সেনা তাদের হারিয়ে দেয়। ফলাফলের পরই বিজেপি ও শিব সেনা একে অপরের হাত ধরে।