ভারতের দেওয়া পাল্টা জবাবে খতম হল ২ পাক সেনা। গতকাল রাত থেকেই পাকিস্তান লাগাতার সীমান্তে গোলাবর্ষণ করছে। পাকিস্তানি সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা রুটিনে পরিণত করে ফেলেছে। নিজেকে শান্তিকামীর দাবিদার পাকিস্তান ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হেভি সেলিং করে চলেছে।
একদিকে যখন উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দিয়ে শান্তির বার্তা দিতে চাইছে পাকিস্তান, তখনই অন্যদিকে ভারতের সেনা ছাউনিকে টার্গেট করেছে পাক সেনা।টার্গেট করা হয়েছে ভারতের সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে।ফলে সেখানে চলছে একেবারে ধ্বংসযজ্ঞ। এবার তাই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
সেনাবাহিনীর পাল্টা মারে ক্ষতিগ্রস্থ পাক সেনা ছাউনিও। খতম হয়েছে দুই পাকিস্তান সেনা জওয়ান। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটি। এমনটাই খবর পাক সংবাদ মাধ্যমের। একই সঙ্গে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের।
শুক্রবার সারারাত বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে মর্টার শেলিং করে পাকিস্তান সেনা। সেনাবাহিনীর জওয়ান সহ পাঁচজন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপরই একেবারে খোলাখুলি পাকিস্তানকে জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। পাল্টা জবাবে ছন্নছাড়া হয় যায় পাকিস্তান সেনা।