দেশ জুড়ে আরও দু’সপ্তাহের বাড়ল লকডাউন (Lockdown)। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। ১৭ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকেও লকডাউন নিয়ে আলোচনা হয়েছে। এরপরই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হল।
করোনা থেকে মুক্তির কোনও লক্ষণ নেই । দেশে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এরই মধ্যে আগামী ৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ । এই অবস্থায় শুক্রবার তৃতীয় দফায় আরও ১৪ দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশে করোনা সংক্রমণের পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে। সেই বৈঠকেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে পর্যালোচনা হয়। তার পরে সন্ধ্যা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রেস বিবৃতি প্রকাশ করে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয় এই চোদ্দ দিনে কোন কোন ক্ষেত্রে কী ধরনের কার্যকলাপ চলবে অথবা চলবে না, তা নিয়েও কেন্দ্র এ দিন নতুন নির্দেশিকা জারি করেছে। গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে অনেক বিধিনিষেধই শিথিল করার পথে হাঁটছে কেন্দ্র।