অসম পুলিশ পর্দা ফাঁস করল দুই জিহাদি মডিউলের। পুলিশের দাবি, ওই দুই জিহাদির যোগাযোগ রয়েছে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে। অসম পুলিশ গত ৪৮ ঘন্টা ধরে অপারেশন চালানোর পর গ্রেফতার করেছে ১০ জনকে। মডিউলের সন্ধান পাওয়া গিয়েছিল অসমের বরপেটা জেলায়। অপর আরেকটি মডিউলের খোঁজ পাওয়া যায়, সেন্ট্রাল অসমের মরিগাঁও এলাকায়।
পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, এদের সঙ্গে যোগাযোগ রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে। যার সঙ্গে আরও দুই জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে। প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, তারা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন জেহাদি মডিউলের বিরুদ্ধে। আরও জানা গিয়েছে যে, অসমে বিগত কয়েকদিনে একাধিক জিহাদি কাজকর্ম চলছে। তাদের সঙ্গে ভালো রকমের যোগাযোগ রয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে।
পুলিশ এর আগেও এই ধরনের জেহাদি লিঙ্কের সন্ধান পেয়েছিল। সেই সময় বরপেটা থেকেই গ্রেফতার হয়েছিল ১০ জন। তাদের মধ্যে আবার একজন বাংলাদেশি ছিল। পুলিশ গত বুধবার আব্বাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে, গোয়ালপাড়া জেলা থেকে। তাকে জেরা করে গ্রেফতার করা হয় আরও আট জনকে।
2022-08-03