নেপাল হয়ে উত্তরপ্রদেশে ঢুকেছে দুই আইসিস প্রশিক্ষিত জঙ্গী,এনআইএর সতর্কবার্তা উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে

নেপাল হয়ে ভারতে ঢুকেছে দুই আইসিস জঙ্গী। ভারতীয় গোয়েন্দারা সতর্ক করেছেনউত্তরপ্রদেশ পুলিশ  প্রশাসনকে । বিশেষত বস্তি,গোরখপুর,কুশিনগর,সিদ্ধার্থনগর,মহারাজগঞ্জের মত এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। এই জায়গাগুলির মধ্যেই  কোন জায়গাতেযে এরা আছেন তা একপ্রকার নিশ্চি তারা। দুই জঙ্গী খজা মঞনুদ্দিন ও আব্দুল সামাদকে শেষ দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ।
২০১৭ খজা মঞনুদ্দিনকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গ্রেফতার করে চেন্নাই থেকে। দক্ষিণ  ভারতেই এই জঙ্গীর কাজের জন্য দায়িত্ব প্রাপ্ত ছিল। সেখানকার কম বয়সী ছেলেদের ব্রেন ওয়াশ করে প্রাথমিক কাজটা সেরে ফেলত মঞনুদ্দিন। পাকিস্তানের ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল এই জঙ্গীর ।

২০১৮সালের ফেব্রুয়ারি মাসে পুণে বিস্ফরণের সময় সাড়ে তিন লক্ষ টাকা হাওয়ালার মাধ্যমে লস্কর জঙ্গীদের হাতে তুলে দিয়েছিল আরেক সন্দেহভাজন অনুপ্রবেশকারী জঙ্গী আব্দুল সামাদ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গী ছাত্র সংগঠন সিমির সঙ্গেও এর সক্রিয় যোগাযোগের কথা জানিয়েছে এনআইএ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.