রাতের অন্ধকারে জম্মুর সেনাঘাঁটিতে ঢুকে পড়ল দু’টি ড্রোন। তবে, আগেই বিষয়টি নজরে পড়ে সেনাকর্মীদের। ড্রোনদু’টিকে নিস্ক্রিয় করতে গুলি চালান তাঁরা। তবে ড্রোনদু’টির নাগাল মেলেনি। সেনার তরফে গুলিবৃষ্টি শুরু হতেই ড্রোন দু’টি অন্ধকারে গা ঢাকা দেয়। সেগুলির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও জানিয়েছেন, “২৭-২৮ জুন মধ্যরাতে রতনুচক-কালুচক মিলিটারি এলাকায় দু’টি ড্রোন দেখতে পান জওয়ানরা। লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, “উচ্চ সতর্কতা জারি করা হয় এবং গুলি চালিয়ে জবাব দেওয়া হয়। দু’টি ড্রোন পালিয়ে যায়। সেনাবাহিনীর সতর্কতায় মারাত্মক কিছু ঘটে যাওয়া থেকে রক্ষা পাওয়া গিয়েছে।”
জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক সংলগ্ন কালুচক পুরমণ্ডল রোডে সেনাঘাঁটি রয়েছে। রবিবার মধ্যরাতে দু’টি ড্রোন সেনাঘাঁটির উপরে চক্কর কাটতে দেখা যায়। সেদিকে নজর পড়তেই টহলরত সেনাকর্মীরা সতর্ক হয়ে যান। ড্রোনটিকে নিস্ক্রিয় করতে গুলি চালান। তাতেই অন্ধকারে মিশে যায় ড্রোনটি। এই ঘটনার প্রেক্ষিতে আরও সতর্ক হয়েছে সেনাবাহিনী। সোমবার সকালে জম্মুর কালুচক এলাকায় বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান পুলিশ কর্মীরা।
2021-06-28