ভারতের বিকৃত ম্যাপ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিল টুইটার। সেই নিয়ে এফআইআর-ও দায়ের হয়েছে। এবার পকসো আইনের প্যাঁচে পড়ল তারা।
বারবার চাইল্ড পর্ণোগ্রাফি আপলোড করার অভিযোগ উঠল টুইটারের বিরুদ্ধে। এই নিয়ে সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিসের সাইবার সেল। কেন্দ্রের রক্ষাকবচ হারানোর পর এই নিয়ে চতুর্থবার বিপাকে পড়ল টুইটার।
জাতীয় শিশুসুরক্ষা কমিশনের অভিযোগ, টুইটার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে একের পর এক শিশু পর্নোগ্রাফি ভিডিও পোস্ট করে চলেছেন। কিন্তু টুইটার সে নিয়ে কোনও পদক্ষেপ করেনি। সেই কারণেই তথ্যপ্রযুক্তি ও পসকো আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে টুইটারের বিরুদ্ধে। এনিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল কমিশনের তরফে। এবার দিল্লি পুলিশের সাইবার সেলকে দুটি চিঠি দিয়ে বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থার আর্জি জানানো হয়েছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা দেশ হিসেবে দেখিয়ে মানচিত্র পোস্ট করে টুইটার। এনিয়ে প্রতিবাদ জানায় ভারত। চাপে পড়ে তা তুলে নিতে বাধ্য হয় তারা। এনিয়েও একটি এফআইআর দায়ের হয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে।