দেশ জুড়ে ভুয়ো ২৩ বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ করল ইউজিসি, কলকাতায় ২

দেশ জুড়ে ছড়িয়ে আছে ভুয়ো বিশ্ববিদ্যালয়। যার মধ্যে কলকাতার দুটি। এমনকী তারা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ‘স্বনামধন্য’ও বটে! অথচ ইউজিসি জানিয়ে দিল, এইসব বিশ্ববিদ্যালয় আসলে অনুমোদিত নয়। তারা যে সার্টিফিকেট দিচ্ছে ডিগ্রিধারীদের তা আসলে জাল সার্টফিকেট। আজ এমন ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (ইউজিসি)। পশ্চিমবঙ্গেও রয়েছে এমন ২টি বিশ্ববিদ্যালয়।
তবে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ। ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি ব্যবসা চালিয়ে যাচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্যে। এমনকী রাজধানি দিল্লিতে রয়েছে এরকম ৭টি বিশ্ববিদ্যালয়। ওড়িশায় ২, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও পুদুচেরিতে ১টি করে এমন বিশ্ববিদ্যালয়ের হদিশ দিয়েছে ইউজিসি।

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল

কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ। ইউনাইটেড নেশনস উইনিভার্সিটি, দিল্লি। ভোকেশনাল ইউনির্ভাসিটি, দিল্লি। এডিআর-সেন্ট্রাল জুরিডিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি। ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়া দিল্লি। বিশ্বকর্মা ওপেন ইউনির্ভাসিট ফর সেলফ এমপ্লয়মেন্ট। আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি।

উত্তরপ্রদেশে রয়েছে

বর্ণসেরা সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী। মহিলা গ্রাম বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, প্রয়াগরাজ। ন্যাশানাল ইউনিভার্সিটি অব ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর। গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগরাজ। নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, আলিগড়. উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা। মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্বিবদ্যালয়, প্রতাপগড়। ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা।

অন্যদিকে কর্ণাটকের বাদাগানভি সরকার ওয়াল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, বেলগাম। কেরলের সেন্ট জোনস বিশ্ববিদ্যালয়। মহারাষ্ট্রে রাজা এরাবিক ইউনিভার্সিটি নাগপুর। ওড়িশার নবভারত শিক্ষা পরিষদ, অন্নপূর্ণা ভবন। নর্থ ওড়িশা ইউনির্ভাসিটি অব এগরিকালচার অ্যান্ট টেকনোলডি, বারিপোদা। পুদিচেরির শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন, পুদুচেরি।

এবং পশ্চিমবঙ্গের

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন, কলকাতা ও ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.