বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন। এর আগে সর্বোচ্চ ১০ টাকার কয়েনেরই চল ছিল তবে এ বার কয়েন রূপে আসছে নতুন ২০ টাকা। শুক্রবার লোকসভায় বাজেট অধিবেশনে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে কেবল ২০ টাকার কয়েনই নয়, চালু হবে ১ , ২, ৫ এবং ১০ টাকারও নতুন কয়েন।
মোদী জমানায় বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে নোটের আদল। নোটবাতিলের পর মোদী সরকারই প্রথম চালু করেছিল ২০০০ টাকার নোট। এ ছাড়াও দশ, পঞ্চাশ, দু’শো, একশ এবং পাঁচশো টাকার নতুন নোটের প্রচলনও হয়েছে মোদী জমানাতেই। কদিন আগে শোনা গিয়েছে হলদেটে-সবুজ রংয়ের নতুন কুড়ি টাকার নোটও বাজারে আসতে চলছে। এরপরেই এক আরও এক নতুন খবর। এই প্রথম ভারতের বাজারে চল হতে চলেছে ২০ টাকার কয়েন।
জানা গিয়েছে, greenish yellow- রংয়ের কুড়ি টাকার নোটে থাকতে চলেছে ইলোরা গুহার ছবি। সঙ্গে থাকবে নানা ধরণের ডিজাইন এবং নানান জিওমেট্রিক প্যাটার্ন। এ ছাড়াও পুরনো নোটের মতো নতুন ২০ টাকার নোটেও থাকবে মহাত্মা গান্ধীর ছবি। সঙ্গে দেবনাগরী হরফেও লেখা হবে কুড়ি টাকা। নোটের উপর যেখানে সংখ্যায় ২০ টাকা লেখা হবে তার পাশেই থাকবে অশোকস্তম্ভ-এর চিত্র। এ ছাড়াও থাকবে গান্ধীজির চশমার প্রতীক। এবং তার মধ্যে লেখা থাকবে স্বচ্ছ ভারত মিশনের স্লোগান। থাকবে আরবিআই-এর নতুন গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর।
তবে নতুন ২০ টাকার নোটের আদল কেমন হবে তা জানা গেলেও কয়েনের কোনও বিশেষ চেহারা বা ডিজাইন হবে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।