নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকের পর নিজে সেই ছবি টুইটারে আপলোড করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ভূয়সী প্রশংসা করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের।
মঙ্গলবার ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সৌজন্য সাক্ষাৎকারের পর অভিজিতের সঙ্গে সাক্ষাৎ-এর একটি ছবি টুইটারে আপলোড করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, “নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই ভালো বৈঠক হল। সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃ্দ্ধিতে তাঁর প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠ ও গভীর আলোচনা হয়েছে।” অভিজিতের প্রশংসা করে মোদী বলেন, “অভিজিতের সাফল্যে ভারত গর্বিত।” প্রধানমন্ত্রী অভিজিতকে শুভেচ্ছাও জানান। লেখেন, ”ওনার ভবিষ্যতের উদ্যোগগুলির জন্য আমার আগাম শুভেচ্ছা জানাই।”
অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানান অভিজিত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকে প্রধানমন্ত্রী আমাকে অনেকটা সময় দেন। অনেক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয় আমার। ভারত সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা কী, তাও তিনি বলেন। তাঁর চিন্তাধারা অভিনব।” নবোলজয়ী অর্থনীতিবিদ আরও জানান, ”দেশ পরিচালনার ক্ষেত্রে আমলাতন্ত্রের সংস্কার চান প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রকে আরও বেশি দায়িত্বশীল করে তুলতে সাধারণ মানুষের মতকে গুরুত্ব দিতে চান। যাতে মানুষ আরও বেশি করে উপকৃত হয়।”
উল্লেখ্য, আজও কলকাতায় আসার কথা অভিজিতের। মায়ের সঙ্গে দেখা করবেন তিনি। কলকাতায় ২ দিন থেকে ফিরে যাবেন কর্মস্থলে।