টিকিটকে কেন্দ্র করে বচসার জের। একেবারে চলন্ত ট্রেন থেকেই সেনা জওয়ানকে ধাক্কা মেরে ফেলে দিলেন টিটিই, সম্প্রতি এমনই উঠল অভিযোগ। এই ঘটনার জেরে তাঁর দুই পা কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, অভিযুক্ত টিটিই-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার অধীনে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। দিল্লিগামী এই ট্রেনে চড়েছিলেন সেনা জওয়ান সোনু। এই মামলা টিটিই সুপন বোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, টিকিট বিতর্কের মাঝে তিনি সেনা জওয়ানকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছেন। জানা গেছে, এই ঘটনার জেরে সোনু এক পা হারিয়েছেন।
এই প্রসঙ্গে এক রেল আধিকারিকের মন্তব্য, “সেনা জওয়ানকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তাঁর পা হারিয়েছেন এবং তার অবস্থা এখনও সংকটজনক”। অপরদিকে, উত্তর রেলওয়ের অধীনে মোরাদাবাদ বিভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিং জানিয়েছেন যে, সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে।