সংসদের চলতি অধিবেশনে তিন তালাক বিল পাস করাতে চায় কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অধিবেশন আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য বিরোধীদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। এমনকি রাজ্যসভাকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে লোকসভায় তিনতালাক বিলটি পাস হয়েছিল। কিন্তু রাজ্যসভাতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য বিলটি আটকে যায়। তার উপর লোকসভা ভোট চলে আসায় এই বিলটি আর কার্যকর করা যায়নি।
বিপুল আসন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে মোদী সরকার। তাই মুসলিম নারীদের সামাজিক সুরক্ষার জন্য এই বিলটি পাশ করাতে উদ্যোগী হয়েছে মোদী সরকার।
অন্যদিকে রাজ্যসভাতে সরকারের আসন কম থাকলেও এখন কিছুটা স্বস্তিদায়ক স্থানে রয়েছে বিজেপি। কারণ কিছুদিন আগে টিডিপি, এসপি ও আইএনএলডি থেকে কিছু সাংসদ বিজেপিতে যোগ দেয়। এখনও কিছু সাংসদের বিজেপিতে আসার সম্ভাবনা রয়েছে। ফলে এইবার তিন তালাক বিলটি মোদী সরকার পাশ করাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।