তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে ফের গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ১৫ দিনে ৩ বার। সাকেতের বিরুদ্ধে এবার ক্রাউডফান্ডিংয়ে তোলা টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।
এই বিষয়ে এক সিনিয়র পুলিশকর্তা বলেছেন, গোখলেকে আমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এখানে আনা হয়। তাঁরা শুক্রবার বিকেলের মধ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।
মোরবিতে সেতু ভেঙে পরার ট্র্যাজেডির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরবি শহরে যাওয়ার খরচ সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ছয় ডিসেম্বর সাইবার ক্রাইম ব্রাঞ্চ তাঁকে প্রথম গ্রেফতার করে।
গোখলে তথ্যের অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্য সম্পর্কে একটি খবরের ক্লিপিং শেয়ার করেন। তাতে দাবি করা হয় যে সেতু ভাঙার পরে মোদীর মোরবি সফরে ৩০ কোটি টাকা খরচ হয়েছে।
এই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরেই, টিএমসি নেতাকে সেখানে নথিভুক্ত একই অপরাধের জন্য ৮ ডিসেম্বর ফের মোরবি পুলিস গ্রেফতার করে। পরেরদিন তাঁকে জামিন দেওয়া হয়।