এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল অর্থ প্রতারণার অভিযোগ। উল্লেখ্য, এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটি নয়, একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তৃণমূল বিধায়ক কোটি কোটি টাকা হাতিয়েছেন। এই অভিযোগগুলি আবার পত্র আকারে পাঠানো হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।
কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বিরুদ্ধে। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পলাশীপাড়া, তেহট্ট, করিমপুরের বাসিন্দাদের তরফে। এই এলাকাগুলি থেকে তাপস রায়ের বিরুদ্ধে মোট ৩টির মতো চিঠি পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও তৃণমূল বিধায়ক সরকারি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি বিধায়ক পদ ও একইসঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন।
তাপস রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নাম করে এবং লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ১৬ কোটি টাকার মতো হড়পে নিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ ও ২০২১ সালে যথাক্রমে পলাশীপাড়া ও তেহট্টের বিধায়ক ছিলেন। এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরে মমতা সরকারের তরফে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেটার দিকেই তাকিয়ে থাকছে রাজ্যবাসী।
2022-04-26