ভরা মঞ্চ। উপস্থিত রাজ্যের মন্ত্রী-সহ জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা। তাঁদের সামনেই মাইক হাতে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলার। অবলীলায় একের পর ভুল শব্দ উচ্চারণ করে গেলেন, সুরও লাগল না ঠিক মতো। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। বেজায় অস্বস্তিতে শাসকদল।
ঘটনাস্থল কাঁথি, একেবারে শুভেন্দু অধিকারীর খাসতালুক, যেখানে ভোটে হারতে হয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন সেই কাঁথিতেই যুব তৃণমূল কংগ্রেসের তরফে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই মঞ্চেই এমন ভুলভাল জাতীয় সঙ্গীত গাইলেন এলাকার তৃণমূল নেত্রী তথা কাঁথি পুরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাস। তাঁর পাশে মৎস্যমন্ত্রী অখিল গিরি-সহ জেলা তৃণমূলের তাবড় নেতারা।
ভিডিও ক্লিপে দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গাইছেন রিনা। কিন্তু জাতীয় সঙ্গীতের লিরিক্সে গোলমাল হচ্ছে বারবার। কখনও তিনি বলছেন ‘তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস জাগে’, কখনও আবার ‘জনগণ মঙ্গলদায়ক’ -এর জায়গায় গাইছেন ‘জনগণমন অধিনায়ক…’। কিছু কিছু শব্দ উচ্চারণের সময়েও ভুল হয়েছে।
রিনা দাস নামে এই কাউন্সিলর কাঁথির ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন এবার। শুধু তাই নয়, তিনি পেশায় একজন পার্শ্বশিক্ষক এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে। তাই তাঁর মুখ থেকে এই গান শোনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রিনা দাস।