পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যের দ্বন্দ্ব বহু পুরনো। একুশের নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পর সেই দ্বন্দ্ব যেনো লেগেই রয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপে যেমন খোঁচা দিতে থাকে রাজ্যপাল, তেমনই রাজ্যপালের প্রতিটি পদক্ষেপে কটাক্ষ করে তৃণমূল। রাজ্যপালের দিল্লি সফরের পর থেকেই একের পর এক তোপ দিয়ে যাচ্ছে তৃণমূল। এবার সেই প্রসঙ্গে তৃণমূলের এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের রাজ্যপাল ফোবিয়া হয়েছে”
রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বৈঠক করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজ্যপাল ম্যানিয়া, রাজ্যপাল ফোবিয়া শুরু হয়েছে। রাজ্যপালকে নিয়ে ভূত দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। কারণ রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের হিংসা আর সন্ত্রাসের সত্য ঘটনা তুলে ধরছেন। যা সহ্য করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা।”
ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যজুড়ে তৃণমুল কংগ্রেস হিংসা চালাচ্ছে। শুধুমাত্র বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। এটা কেউ তুলে ধরছে না। আমরা রাজ্যপালের কাছে রাজ্যের এই হিংসার ঘটনা তুলে ধরেছিলাম। রাজ্যপাল বাইরে বেড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখে সত্য ঘটনা তুলে ধরেছেন। আর তাতেই রাজ্যপাল ফোবিয়ায় ভুগছেন তৃণমুল কংগ্রেস নেতা–নেত্রীরা। রাজ্যে একটা স্বৈরাচারী শাসন চলছে।” যদিও দিলীপ ঘোষের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।