মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা! ‘মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন…’, বললেন শাসকদলের নেতা

মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা! যে হাতে শোভা পায় ত্রিশূল, সেই হাতেই তৃণমূলের দলীয় পাতাকা গুঁজে দিলেন শাসক দলের নেতা। এমনই ঘটনা ঘটল হুগলির একটি পুজোমণ্ডপে। তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষণ মণ্ডলের সাফ কথা, ‘মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন, তাই আমরাই শেষ কথা বলব’।

গুড়াপের হাসামপুরে ছোট করে দুর্গাপুজোর আয়োজন করে থাকেন গ্রামবাসীরা। আড়ম্বর না থাকলেও আন্তরিকতার কমতি হয় না। অভিযোগ, সেই পুজোই বছর কয়েক ধরে দখল করেছেন স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ মণ্ডল। তাঁর দাবি, দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের অনুদান জোগাড় করেছেন তিনি। তাই শেষ কথা বলবেন তিনি।

শাসকদলের নেতার প্রতাপে মুখ খুলতে চাননি কেউ। সেই সুযোগে বছর বছর প্রতাপ বেড়েছে লক্ষ্মণের। আর এবার মণ্ডপে দুর্গা প্রতিমা এনে তার হাতে একেবারে দলের পতাকা গুঁজে দিয়েছেন লক্ষ্মণবাবু।

যুক্তি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অশুভ শক্তির বিনাশ করেছিলেন। গত বিধানসভা রাজ্যে বিজেপিকে বধ করেছেন তিনি। সেই জয়কে তুলে ধরতেই প্রতিমার হাতে দলের পতাকা দিয়েছি।’ তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দিয়েছেন বলে ভালো করে পুজো করতে পারছি।’

যদিও তৃণমূল নেতার এহেন কাণ্ডে দল ও দলের বাইরে চরম সমালোচনা শুরু হয়েছে। তৃণমূলেরই একাংশ বলছে, মণ্ডপের মধ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু প্রতিমার হাতে দলের পতাকা দেওয়া ঠিক হয়নি। এটা হিন্দু ধর্মকেই একপ্রকার অপমান করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.