বাংলার কুরুক্ষেত্রে আজ হাইভোল্টেজ ফ্রাইডে। একইদিনে প্রার্থী তালিকা ঘোষণা যুযুধান তৃণমূল-বিজেপির। প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেস-আব্বাস জোটের।
আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। এদিন সবার নজর কালীঘাটে। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ আসনেই প্রার্থী কারা? কুরুক্ষেত্রে কোন কোন তারকা? নির্বাচন কমিটির বৈঠকের পর ঘোষণা।
অন্যদিকে বাংলার প্রর্থী বাছাইয়ের তত্ত্বাবধানে মোদি। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। এদিন প্রথম দু’দফার ৬০ আসনের প্রার্থী ঘোষণা। সম্ভাব্য প্রার্থী তালিকায় শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও মিনা দেবী পুরোহিত। সূত্রের খবর অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু। ডোমজুরে রাজীব।বিজেপির প্রথম ২ দফার প্রার্থী চূড়ান্ত। নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থী শুভেন্দু অধিকারী। ডোমজুড়ে সম্ভাব্য প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে সম্ভাব্য প্রার্থী বাবুল সুপ্রিয়। বিধাননগরে সম্ভাব্য প্রার্থী সব্যসাচী দত্ত। মাদারিহাটে সম্ভাব্য প্রার্থী মনোজ টিগ্গা। বিজেপি প্রার্থী হচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায়: সূত্র। বিজেপি প্রার্থী হচ্ছেন সায়ন্তন বসু, রাহুল সিনহা: সূত্র। বেহালা পশ্চিমে সম্ভাব্য প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। বেহালা পূর্বে সম্ভাব্য প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ৬০ আসনে বাংলার কয়েকজন নেতা প্রার্থী হচ্ছেন: সূত্র। তাঁদের নামও ঘোষণা করার সম্ভাবনা।
আবার বাম-কংগ্রেস-আব্বাসের প্রার্থী তালিকাও ঘোষণা হবে শুক্রবার। প্রথম দু’দফার ৬০ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে সংযুক্ত মোর্চা। বামেরা লড়বে ১৬৫ আসনে। কংগ্রেস প্রার্থী দেবে ৯২ আসনে। আইএসএফকে দেওয়া হচ্ছে ৩৭টি আসন।