ফের অভিষেকের গড়ে হামলা! তবে এবার হামলা হয়েছে জয়নগর দু’ নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা আওতাধীন বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে। অফিসের চেয়ার, টেবিল, সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মার খেলেন সিপিএম ও নির্দল নেতাকর্মীরাও।
বিজেপি, সিপিএম ও নির্দলদের দ্বারা গঠিত এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জায়গা হয়ে ওঠেনি। সোমবার কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থকরা অফিসের সামনে জড়ো হন। তারপরই তাঁরা পঞ্চায়েতের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ বদলে যায় মারপিটে। তারপরই হামলা চালানো শুরু হয়ে যায়। পঞ্চায়েতের চেয়ার, টেবিল, আলমারি, সিসিটিভি, টিভি ও গ্রাম পঞ্চায়েতের কর্মীদের মোটর বাইকও ভেঙে দেওয়া হয়।
পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে আসার সময় এক সিপিএম সদস্যার স্বামীকেও মারধোর করে তারা। এরপরই খবর পেয়ে সেখানে হাজির হন বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মানু মণ্ডল বলেন, “যেহেতু গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে এবং তৃণমূল কোনওভাবেই গ্রাম পঞ্চায়েতে দখল নিতে পারছে না। তাই সেই হিংসায় হামলা চালিয়েছে।”