বৃক্ষরোপণ অভিযান ‌‌

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ
গোসেবা গতিবিধি
গোসেবা সংবাদ
দক্ষিণ ও মধ্য বঙ্গ

বৃক্ষরোপণ অভিযান ‌‌
প্রকৃতির মধ্যে প্রাণের যে আনাগোনা তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা হল বৃক্ষের। সারা দেশে ৩৩ শতাংশ বনভূমি থাকা দরকার কিন্তু বর্তমানে ২৪.৩৯ শতাংশ বনভূমি রয়েছে আর পশ্চিমবঙ্গের অবস্থা আরও করুণ। এখানে মাত্র ১৩.৩৮ শতাংশ বনভূমি বর্তমান।
সরকার তাদের যোজনা অনুযায়ী প্রচুর টাকা বৃক্ষরোপণের জন্য খরচ করে । কিন্তু রক্ষণা বেক্ষণের অভাবে বা উপযুক্ত পরিকল্পনার অভাবে সব ব্যর্থ হয় । এমন কিছু ক্ষতিকারক গাছ লাগানো হয় যা পরিবেশ এবং প্রাণের ক্ষতি সাধন করে।
গত বছর থেকে গোসেবা গতিবিধি গভীর চিন্তনের মধ্যদিয়ে সুপরিকল্পিত ভাবে ১০ প্রকার ফলবৃক্ষ কৃষকদের মধ্যে বিতরণের ভাবনা নিয়ে মধ্য ও দক্ষিণ বঙ্গের ৩ জেলাতে ৭অঞ্চলে ১০৯৭ জন চাষির পরিবারে ৩৫০০০ ফলবৃক্ষ বিতরণ করেছেন এবং এবছরও ১লা জুলাই থেকে শুরু করে গতি অব্যাহত রেখেছে । এখনও পর্যন্ত তাম্রলিপ্ত ,কাঁথি, পশ্চিম মেদিনীপুর, সাগর ,বারুইপুর ,সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার গাছ পরিকল্পনা মাফিক বিতরণ হয়েছে এবং আরো বেশি বেশি গতি সঞ্চায় করে কাজ এগিয়ে চলছে।


মূলত উদ্দেশ্য চাষীর অধিক পরিমাণে আর্থিক সমৃদ্ধি করানো, পরিবারের সবাই সারা বছর কোন না কোন ফল দ্বারা পুষ্টি জোগাতে পারবে। পরিবেশের অক্সিজেনের ঘাটতি মেটানো , ভূমিক্ষয় রোধ, গো-চারণ ক্ষেত্র নির্মাণের সাথে সাথে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাবে । গতিবিধির এই কাজ অবিরত চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.