স্বচ্ছতা সার্ভে ২০২০-র ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে পঞ্চমবার এই সমীক্ষা হল সমগ্র দেশের সবচেয়ে পরিছন্ন শহরগুলিকে চিহ্নিত করার জন্য। স্বচ্ছতার নিরিখে লাগাতার চতুর্থবারের জন্য শীর্ষস্থানটি দখলে রাখল মধ্যপ্রদেশের ইন্দোর শহর। দ্বিতীয় স্থানে গুজরাটের সুরাট, তৃতীয় স্থানে মহারাষ্টের নবি মুম্বাই। ২৮ দিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে এই সমীক্ষা করা হয়েছে। শহরগুলিকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে নগরোন্নয়ন মন্ত্রককে সাহায্য করার জন্য ধন্যবাদ জানানো হয় বিল গেটস ফাউন্ডেশন, গুগল-সহ বিভিন্ন সংস্থাকে। প্রথমবার মাইসোর জিতলেও গত তিন বার হ্যাটট্রিক করেছে ইন্দোর। এবারও শীর্ষ স্থান পেয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে শিবরাজ সিং চৌহানের প্রশাসন। খুশির সঙ্গে শিবরাজ জানিয়েছেন, স্বচ্ছতা সার্ভে ২০২০-তে স্বচ্ছ শহর হিসেবে প্রথম স্থান দখল করার জন্য ইন্দোরের মানুষজনকে অভিনন্দন।
সব মিলিয়ে মোট ১.৮৭ কোটি নাগরিক এই সমীক্ষায় অংশ নিয়েছেন ৪২৪২ শহর, ৬২টি ক্যান্টনমেন্ট ও ৯২টি জনপদে। স্বচ্ছ মহোৎসবে ১২৯টি পুরস্কার দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী অনেক নাগরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন যারা স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাড়িতে শৌচাগার নির্মাণ করেছেন। একই সঙ্গে সাফাইকর্মীরা তাঁদের মনের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।
2020-08-20