তৃণমূলের পতাকা লাগানো গাড়িতে গরুপাচার!পুলিশ পাচারকারীদের বাধা দিতে গেলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় চালক-সহ অন্যান্য ব্যক্তিরা পালিয়ে গেলেও গাড়ি থেকে গরুটিকে উদ্ধার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার খড়দহ থানার সোদপুর মোড়ের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের পতাকা লাগিয়ে গাড়ি করে গরুপাচার করার খবর পায় পুলিশ। সেই সময় সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বাধা দিতে গেলে গাড়ি নিয়ে দ্রুত গতিতে বিটি রোড ধরে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোদপুর দত্ত রোডের কাছে ডিভাইডারে ধাক্কা মারে।
ঘটনার পর গাড়ির চালক-সহ বাকিরা পালিয়ে যায়। ঘাতক গাড়িটিকে গরু সমেত খড়দহ থানার পুলিশ আটক করে। তারপর গাড়ি থেকে পাচার হওয়া গরুকে উদ্ধার করে পুলিশ। গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে উঠছে প্রশ্ন।
এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খরদহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, ‘এটা বিরোধীদের চক্রান্ত। গাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে’। রাজ্য বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘তৃণমূলের আমলে গরু থেকে শুরু করে সবকিছু পাচার হচ্ছে। অথচ এইসব ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। প্রশাসনের নাকের ডগাতেই এগুলি হচ্ছে। অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ এর সঙ্গে তৃণমূল কর্মীরাই জড়িত’।