ভারতীয় খেলনা দিয়েই বিশ্ববাজারে জিততে হবে বাণিজ্যিক খেলায়, উদ্যোগ প্রধানমন্ত্রীর

খেলা ঘোরাতে পারে খেলনা!

আত্মনির্ভর ভারতের (Atmanirvar Bharat) পথে এগোতে দেশের খেলনা শিল্পকে নিয়ে নতুন ভাবে ভাবতে ও ভাবাতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন। ভারতে বিভিন্ন জায়গায় বহু খেলনা প্রস্তুতকারী জায়গা রয়েছে। এইসব খেলনার শৈল্পিক মানও অত্যন্ত উন্নত। একই সঙ্গে ভারতীয় খেলনা শিশুদের মনোজগতে কোনও বিরুপ প্রভাব ফেলে না। হিংসা উদ্রেককারী বা ঘৃণা বা যুদ্ধ স্পৃহার জন্ম দেয় এমন খেলনা ভারতে খুব বেশি তৈরি হয় না। শিশুমনের সুকুমার প্রবৃত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা মাথায় রেখেই এ দেশে খেলনা তৈরি হয়।

পৃথিবীর খেলনা বাজারে এবার ভারতীয় খেলনা যাতে ছাপ ফেলতে পারে, সেই উদ্যোগ শুরু করলেন মোদি। এই কাজে ছাত্রদেরও এগিয়ে আসতে বলেছেন তিনি। খেলনার নতুন সৃজনশীল নকশা তৈরি করতে ছাত্রছাত্রীদের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। দেশের যে সব অঞ্চল খেলনা প্রস্তুতে বিখ্যাত, সেইসব শিল্পীদের নিয়ে এবং একই সঙ্গে নতুন উদ্যোগপতিদের সঙ্গে নিয়ে বিশ্বের খেলনা শিল্পে জায়গা করতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

একই সঙ্গে ডিজিটাল খেলনা বা গেমসের ওপরেও জোর দিয়েছেন মোদি। ভারতীয় সংস্কৃতি, পুরাণ, মহাকাব্য ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কাহিনী নিয়ে ইন্টারনেট গেমস তৈরি করার পরামর্শ দিয়েছেন মোদি। এক্ষেত্রেও ডাক দিয়েছেন ছাত্রসমাজ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.