কমান্ডার সহ খতম ৩ জইশ জঙ্গি, কাশ্মীরে সাফল্য সেনার

কাশ্মীরে ফের সাফল্যের মুখ দেখল ভারতীয় সেনা(Indian Army)। শুক্রবার সকালে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি কমান্ডার সহ ৩ জইশ জঙ্গি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।

কাশ্মীরের কুলগাম জেলার নাগনন্দ-চিমার এলাকায় সাতসকালে এই এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে এই এনকাউন্টার চালিয়েছে।

সেনা সূত্রে খবর, এই এনকাউন্টারে যে ৩ জনহিকে নিকেশ করা হয়েছে, তারা জইশ ই মহম্মদের সদস্য। এদের মধ্যে একজন রয়েছেন জইশের শীর্ষ কমান্ডার। যে ছিল একজন আইইডি এক্সপার্ট।

তবে এই এনকাউন্টারে তিনজন ভারতীয় জওয়ানও গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। আহত সেনা জওয়ানদের হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আগের সপ্তাহে শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। শনিবার সকালে বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেইসময় এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। তখনই সন্দেহ হওয়ায় সেনা তল্লাশি শুরু করে। আচমকাই শুরু হয় গুলির লড়াই। প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও।

অন্যদিকে একটি সূত্র মারফত ভারতীয় সসেনা খবর পেয়েছে, আবারও ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখার ওপারে ইতিমধ্যেই লঞ্চপ্যাডে ৩০০-৪০০ জঙ্গি জড়ো হয়েছে। যে কোনওভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.