আজ মহানবমী। দুর্গাপুজোর শেষ লগ্ন। সকাল থেকেই শুরু হয়েছে পুজোপাঠ, অঞ্জলি। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে চলছে পুজো। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা।
এরই মধ্যে বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, যেন না পোহায় নবমী নিশি৷ করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।
দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে বছরের চারটি দিন একঝলক ঠাণ্ডা বাতাস বয়ে আনে দুর্গাপুজো পুজো। তাই সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা থাকেন সাধারণ মানুষ। সর্বসাধারণের কথা ভেবে পুজো উদ্যোক্তারাও দীর্ঘ পরিশ্রম করেন। প্রস্তুতি নেন।
মহোৎসবে মেতে ওঠে গোটা রাজ্য। নবমীর সকাল থেকেই পুজোপাঠ, অঞ্জলি, আরাধনা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোয় চরম ব্যস্ততা। পুজোর শেষ রেশটুকু মেখে নিতে হবে। তুলে নিতে হবে দুচোখে। তাই বৃষ্টি উপেক্ষা করেই গলি থেকে রাজপথে মানুষের ঢল।