আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাজেট বক্তৃতা দিয়ে অধিবেশনের শুরু হয়ে গিয়েছে। নজিরবিহীন ঘটনা হল এই যে ভারতীয় সংসদের ইতিহাসে এই প্রথম শনিবার বাজেট পেশ করতে চলেছে কোনও সরকার। সঙ্গে এই প্রথম দেশের কোনও মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন।
যদিও ১৯৬৯ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী সংসদে বাজেট পেশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি ওই বাজেট পেশ করেছিলেন, তাই নির্মলা সীতারামনের বাজেট পেশ করার ঘটনা এক অনন্য নজির ভারতীয় রাজনীতিতে। জিডিপি নিম্নগামী, বেকারত্বের হার গত ৪৫ বছরের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। এমন চাপের পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt.) দেশের আর্থিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে দেশের বণিক মহল।