বুধবার ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮৭৬ জন। মঙ্গলবারও যা ছিল আড়াই হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ এবং কো–মর্ডিবিটিযুক্ত ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ। তাই টুইট করে সবাইকে এই টিকা নেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঠিক কী টুইট করেছেন প্রধানমন্ত্রী? আজ, বুধবার প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘আজ খুব গুরুত্বপূর্ণ দিন ভারতের প্রচেষ্টায় নাগরিকদের টিকাকরণ করা হচ্ছে। আজ থেকে ১২–১৪ বছর বয়সীদের টিকাকরণ করা হচ্ছে। আর ৬০ উর্ধ্বদের প্রতিরোধ ডোজ দেওয়া হচ্ছে। আমি আবেদন করছি এই বয়সীদের সবাইকে টিকা নেওয়ার জন্য।’ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে দেশে আজ থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সি নাগরিকদের টিকাকরণ। আপাতত ‘কোরবিভ্যাক্স’ টিকা পাচ্ছে ছোটরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় তা পৌঁছে গিয়েছে। সকাল থেকে টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যে দেশে ১৮০ কোটি ৬০ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
অন্যদিকে এই টিকাকরণ প্রক্রিয়ায় বিশ্বের মধ্যে ভারতের উদ্যোগ সরচেয়ে বড় বলে টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘ভারতের ভ্যাকসিনেশন ড্রাইভ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ। ২০২০ সালের আগে থেকেই আমরা টিকা নিয়ে কাজ শুরু করি। যাতে এই মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করা যায়।’ পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে না বলেই সূত্রের খবর।