স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার ২টো ৪৫ মিনিট নাগাদ হবে এই সাক্ষাৎ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পার্লামেন্টের অফিসে এই সাক্ষাৎ হবে বলে শুক্রবার টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, রাজ্যপাল হওয়ার পর এটা হবে তার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার। রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহকে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের পুর নির্বাচন পূর্ববতী হিংসা নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। মাস খানেক আগে রাজ্যপাল বলেছিলেন, “রাজ্য বারুদের স্তুপ হয়ে উঠেছে। যা নিয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া আক্রমণের মুখে পড়েছিলেন জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন তিনি।
ঠিক তার একদিন পরেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বিষয়ক একটি রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দিতে পারেন রাজ্যপাল। এ বিষয়ে এখনও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।