মাত্র ৪দিন বাকি, এই কাজ না করলেই লোকসভা নির্বাচনে ভোট দেওয়া যাবেনা !

ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ৷ আগামী ১১ এপ্রিল থেকে রাজ্য সহ দেশে ৭ দফায় নির্বাচন হতে চলেছে, ভোট চলবে ১৯ মে ২০১৯ পর্যন্ত ৷ ফলাফল জানা যাবে ২৩ মে ২০১৯ ৷

হাতে মাত্র ৪দিন আছে ৷ এরই মধ্যে ভোটার কার্ড প্রস্তুত না করলে আসন্ন লোকসভায় ভোট দেওয়া যাবেনা ৷

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে একুশ শতকে যাঁরা জন্মেছেন সেই মত এইবার মোট ১.৫ কোটি মানুষেরা প্রথমবার ভোট দিতে চলেছেন ৷

ভোটার লিস্টে নাম নথিভূক্ত করানোর শেষ দিন ২০ মার্চ ২০১৯ ৷ ফলে ঘরে বসেই যেকোনও রাজ্যের ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করানোর সুবর্ণ সুযোগ রয়েছে ৷

এমনকী ঘরে বসেই সংশোধনও করা যাবে ভোটার কার্ডের যাবতীয় ত্রুটি ও বিচ্যুতি ৷

এর জন্য জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে https://www.nvsp.in/ সেখানে গিয়েই আবেদন করতে হবে ৷ একটি পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে পরিচয়পত্র হিসাবে দেখাতে হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্কুল মার্কশিটও হতে পারে ৷


অনলাইনে দেখতে পাওয়া যাবে ভোটার কার্ডের স্টেটাস ৷ একমাসের মধ্যেই পাওয়া যাবে ভোটার কার্ড ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.