আবারও বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার শারদোৎসবের বোধনের দিনে কাকদ্বীপ বিধানসভা এলাকার বাপুজি নগরে বিজেপির এক কর্মী সভায় অতর্কিত হামলা চালায় বেশকিছু দুষ্কৃতী। বিজেপির অভিযোগ তাদের কর্মসূচি বন্ধ করতে শ’তিনেক সশস্ত্র দুষ্কৃতী এসে হামলা চালায় ওই কর্মীসভায়। ঘটনায় গুরুতর আহত হয়ে চারজন বিজেপি কর্মী কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী দেবাশীষ বাগতরী, শংকর মাইতি, পশুপতি দাস ও সুনীল দাস। তাদের সকলকে ভর্তি করা হয়েছে কাকদ্বীপ (Kakdwip) মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পাওয়া মাত্রই কাকদ্বীপ গিয়ে আহত কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস। ঘটনায় বাংলার শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন “তৃণমূলের অত্যাচার কাকদ্বীপ মহকুমায় বিজেপি কর্মীদের ওপর সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর যে পুলিশ কর্মীরা চুপচাপ এইসব দেখছেন। তারা হয়তো বুঝতে পারছেন না তৃণমূলের সরকার আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই।”