‘টিপু সুলতান স্বাধীনতা সংগ্রামী’, পোস্টার কংগ্রেসের, ছিঁড়ে ফেলে দিল জনতা

কংগ্রেস আয়োজিত ফ্রিডম মার্চ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের পোস্টার লাগানো হয়েছিল কংগ্রেসের তরফে। গত ১৩ই আগস্ট ওই পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু সেই পোস্টার নজরে আসার পর তা ছিঁড়ে ফেলেন কিছু লোকজন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা তথ্য রাজ্য সভাপতি ডিকে শিবকুমার। টিপু সুলতানের ছেঁড়া পোস্টার দেখে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‛কিছু মানুষ রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁরা কংগ্রেসের ফ্রিডম মার্চ বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই এভাবে পোস্টার ছেঁড়া চলছে। এভাবে পোস্টার ছিঁড়ে আসলে মহান স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে।’

তবে টিপু সুলতানকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেওয়ায় নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। তাদের কথায়, টিপু সুলতান একজন নিষ্ঠুর শাসক ছিলেন। একাধিক মন্দির ধংস করা, নিরীহ জনতার উপরে অত্যাচার চালিয়েছিলেন। তাকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এক আসনে বসিয়ে আসলে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে কংগ্রেস।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পোস্টার দিয়েছিল কংগ্রেস। সেখানেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে দেখা যায় টিপু সুলতানের ছবি। তা দেখেই ক্ষুব্ধ জনতা ছিঁড়ে ফেলে দিল পোস্টার। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাডসন নগরে।

কংগ্রেস আয়োজিত ফ্রিডম মার্চ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের পোস্টার লাগানো হয়েছিল কংগ্রেসের তরফে। গত ১৩ই আগস্ট ওই পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু সেই পোস্টার নজরে আসার পর তা ছিঁড়ে ফেলেন কিছু লোকজন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা তথ্য রাজ্য সভাপতি ডিকে শিবকুমার। টিপু সুলতানের ছেঁড়া পোস্টার দেখে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‛কিছু মানুষ রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁরা কংগ্রেসের ফ্রিডম মার্চ বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই এভাবে পোস্টার ছেঁড়া চলছে। এভাবে পোস্টার ছিঁড়ে আসলে মহান স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে।’

তবে টিপু সুলতানকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেওয়ায় নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। তাদের কথায়, টিপু সুলতান একজন নিষ্ঠুর শাসক ছিলেন। একাধিক মন্দির ধংস করা, নিরীহ জনতার উপরে অত্যাচার চালিয়েছিলেন। তাকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এক আসনে বসিয়ে আসলে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.