পাকিস্তান ও তালিবানের মধ্যেকার বন্ধুত্বে ফাটল প্রকাশ্যে। আফগানিস্তানে পাকিস্তানের তরফে একটি অভিযান চালানো হয় চলতি সপ্তাহে শুক্রবারে। এরপরেই পাল্টা হুঁশিয়ারি দেওয়া হল তালিবানের তরফে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তালিবানের পুনরুত্থানে যে দেহ আগ বাড়িয়ে সমর্থনের জন্য এগিয়ে এসেছিল, সেও দেশের সঙ্গে তালিবানের বর্তমান সম্পর্কের কারণটা ঠিক কী?
পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে যে, আফগানিস্তানের জমি থেকে জঙ্গিরা পাকিস্তানের ওপরে হামলা চালাচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই পাকিস্তান ইতিমধ্যে দুই দেশের মধ্যে থাকা দুরান্দ লাইনে ২৭০০ কিমি এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দিতে শুরু করে দিয়েছে। এই বেড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আফগানিস্তানের মধ্যে অসন্তোষ দেখা গেছিল। এইসবের মাঝের পাকিস্তানের তরফে হওয়া হামলার কারণে অসন্তোষের আগুনে আরওই ক্ষোভের ঘি পড়তে দেখা গেল।
জঙ্গি আক্রমণের অভিযোগ তুলে, পাকিস্তানের তরফে মোট ২৬টি বিমান আফগানিস্তানের অভিযান চালায়। এই অভিযান চালানো হয় মূলত খোস্ত প্রদেশের স্পুরা জেলার মিরপার, মান্দেহ, শাইদি এবং কাই গ্রামে। আফগানিস্তানের স্থানীয় সংবাদপত্র অনুযায়ী, এই হামলায় শিশু ও নারী সহ প্রায় ৩০ জনের মতো সাধারণ মানুষ মারা গেছেন। এরপরেই তালিবানের তরফে যুদ্ধের হুমকি দেওয়া হয় পাকিস্তানকে।
2022-04-19