জার্মানীতে গত সাত দিনে তিন বার হলো সন্ত্রাসবাদী হামলা, শরণার্থীরাই দায়ী, অনুপ্রবেশ রুখতে বর্ডার সীল করলো বুলগেরিয়া

আবার ও জেহাদি আক্রমণ জার্মানিতে। গত সাতদিনে তিন বার আক্রমণ হলো।
দক্ষিণ জার্মানীর ব্যাভারিয়া প্রদেশের সেওবেরসডোর্ফ (Seubersdorf, Bavaria, Germany) এর একটি ইন্টার সিটি এক্সপ্রেস (Intercity Express) ট্রেনে এক সিরিয়া শরণার্থী জিহাদি আচমকাই ” আল্লাহ হো আকবর ” বলে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পরে যাত্রীদের উপর। এর ফলে একজন নিহত হয় ও আহত হয় তিন জন। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে।

এদিকে তুরস্কের (Turkey) সাথে ২৫৯ কিলোমিটার লম্বা সীমানা বন্ধ করে দিলো বুলগেরিয়া।প্রতিরক্ষা মন্ত্রী জিওর্গি পানিঅতভ জানিয়েছেন যে দেশের শান্তি , শৃংখলা ও সুরক্ষার জন্য কোনো মতেই আফগান সহ কোনো মুসলিম শরণার্থীদের বুলগেরিয়া ঢুকতে দেওয়া সম্ভব নয় কারণ এতে বুলগেরিয়ারই বিপদ বাড়বে বই কমবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.