আরও তিনটি রাফায়েল আসছে আজই , শক্তি বাড়ছে ভারতীয় বাহিনীর

আজ বুধবার ভারতে আসছে আরও তিনটি রাফায়েল। আজ সন্ধে ৭টা নাগাদ রাফায়েল নামতে চলেছে গুজরাতে। ফ্রান্স থেকে উড়ান নেওয়ার পরে মাঝ আকাশেই জ্বালানি ভরে পুরো রাস্তাই উড়ে আসবে ভারতীয় বায়ুসেনার সদস্যরা।
আরও তিনটি রাফায়েল যুক্ত হওয়ার পর গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনের মোট রাফায়েলের সংখ্যা হবে ১৪ টি। ফলে সামরিক দিক থেকে আরো শক্তিশালী হবে দেশ। আগত রাফায়েলের মধ্যে কয়েকটিকে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে রাখা হতে পারে। হাসিমারাতে বিমান বাহিনীর ঘাঁটিতে ওই রাফায়েলগুলিকে অন্তর্ভুক্ত করা হবে। গতবছরের ২৯ জুলাই সর্বপ্রথম ভারত রাফায়েল হাতে পায়। ১০ সেপ্টেম্বর সেগুলি বায়ুসেনায় যুক্ত করা হয়। দ্বিতীয় দফায় ওই বছরেই ৪ নভেম্বর ভারতের হাতে আসে ৪ টি রাফায়েল।
উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। ৫৯ হাজার কোটি টাকা দিয়ে এই চুক্তি করা হয়। সেই চুক্তির ভিত্তিতেই ভারতের হাতে রাফায়েল জেট তুলে দিচ্ছে ফ্রান্স।
এই বিমানের কিছু বিশেষ বিশেষত্ব রয়েছে। এই যুদ্ধবিমানে একবার জ্বালানী ভরা হলে এটি ১০ ঘন্টা একটানা হাওয়ায় উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানী ভরতে পারে এই যুদ্ধবিমান। রাফালে সর্বাধিক গতি রয়েছে প্রতি ঘন্টা ২১৩০ কিলোমিটার। এছাড়া রাফায়েলে স্কাল্প ইজি স্টর্ম শ্যাডো, এএএসএম, ৭৩০ এ ট্রিপল ইজেক্টর র‍্যাক, ড্যামোক্লস পড, হামার মিসাইল অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। মোট তিন ধরনের মিসাইল বসানো যেতে পারে। এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল, এয়ার-টু-গ্রাউন্ড স্কাল্প মিসাইল এবং হ্যামার মিসাইল। এরফলে কয়েকগুণ শক্তিবৃদ্ধি হল ভারতীয় সেনা বহিনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.