ফের হুমকি ইমেল এল রাজধানী দিল্লিতে। তাতে জানানো হল, বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে দিল্লিকে। এই ইমেল আসে দিল্লি ও উত্তরপ্রদেশে পুলিশের কাছে। জানা গিয়েছে, এটি পাঠিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান। বর্তমানে রাজধানীকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, এই ইমেল দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ ছাড়াও এসেছে বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের কাছে। এই ইমেল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে প্রশাসন। হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা দিল্লি জুড়ে। শপিং মল থেকে শুরু করে সিনেমা হল, রেল স্টেশন, মেট্রো স্টেশন ও বিভিন্ন দর্শনীয় স্থানগুলির উপর কড়া নিরাপত্তা রাখা হয়েছে। সর্বত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেই সঙ্গে চলছে পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে নাকা চেকিং। দিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও, শহরের বিভিন্ন হোটেল থেকে শুরু করে গেস্ট হাউজ ও অন্যান্য জায়গাগুলিতে চেক করা হচ্ছে। তল্লাশি শুরু হয়ে গিয়েছে হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমানাতেও।
2022-03-25