যারা দিলীপ ঘোষকে তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং বংশপরিচয় নিয়ে গালাগালি দিচ্ছেন, তাঁরা ওনার সাফল্যকে মানতে না পেরেই হতাশা থেকেই সেটা করছেন l একজন অরাজনৈতিক ব্যক্তি মেদিনীপুর থেকে এসে 2014 তে রাজনীতিতে যোগদান করে 2016 তে রাজ্য সভাপতি এবং 2019 তে আপাদমস্তক বামরাজ্যে বামেদের রাজনৈতিক ভাবে অপ্রাসঙ্গিক করা এবং নিজের দলকে সেখানে প্রতিষ্ঠা l যা 2016 তে কেউ ভাবতেই পারতো না l একটা নতুন জিনিস দিলীপ ঘোষ বঙ্গীয় রাজনীতিকে শিখিয়ে গেলেন l অরাজনৈতিক ব্যক্তিরাও রাজনীতির বোঝে l অরাজনৈতিক সাধারণ মানুষ যদি দলে দলে রাজনীতিতে প্রবেশ করে, অনেকেরই রাজনীতি থেকে বিদায় নিতে হবে l শিক্ষা ও গবেষণা জগৎ থেকে আসা আরও একজন অরাজনৈতিক ব্যক্তি দিলীপবাবুর স্থলাভিসিক্ত হলেন l সাবধান নতুন ধামাকার জন্য l
সুদীপ্ত গুহ