রবিবার, আচমকা হ্যাক হয়ে গেল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অফিসিয়াল টুইটার পেজ বা অ্যাকাউন্ট। এই নিয়ে সাইবার হ্যাকাররা পরপর দুই দিনের মধ্যে তিনটি সরকারি টুইটার হ্যান্ডেলের ওপর হামলা করল। উল্লেখ্য, এর আগে হ্যাকাররা হ্যাক করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের টুইটার হ্যান্ডেল।
ইউজিসির টুইটার হ্যান্ডেল যে হ্যাক করা হয়েছে সেটি বোঝা যায় বেশ কিছুক্ষণ বাদে। হঠাৎ দেখা যায়, ওই টুইটার হ্যান্ডেল থেকে এমন কিছু টুইট করা হচ্ছে যার সঙ্গে কোন রকমের সম্পর্ক নেই ইউজিসির। শুধু তাই নয়, টুইট করে উল্টোপাল্টা লোকেদের ট্যাগ করা হচ্ছে। এখানেই থেমে যায়নি হ্যাকার। এরপর ইউজিসির টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি পুরোপুরি বদলে দেয়। ছবি বদলে দিয়ে তার বদলে বসিয়ে দেয় কার্টুনের ছবি। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী ছবি সরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল গরু, বাঁদরের ছবি।
ইউজিসি টুইটার হ্যান্ডেলে ফলোয়ার্স সংখ্যা রয়েছে প্রায় তিন লক্ষ। সেইসঙ্গে টুইটার হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করা রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটের লিঙ্ক। সেটাই হ্যাক হয়ে যাওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে। জানা গিয়েছে, তদন্তপ্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে হ্যাকাররা দিনে-দুপুরে এমন কাজ করছে।