এবার ফারুখাবাদের নাম পরিবর্তন করতে চলেছে যোগী সরকার। এমনই জল্পনা ছড়িয়েছে উত্তর প্রদেশে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে শহরের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি মুকেশ রাজপুত। তাঁর দাবি, ফারুখাবাদের নাম বদলে পাঞ্চালনগর করা হোক।
মহাভারতের সঙ্গে এই অঞ্চলের যোগ রয়েছে। এখানেই ছিল রাজা দ্রুপদের রাজধানী পাঞ্চাল। এখানেই অনুষ্ঠিত হয় দ্রৌপদীর সয়ম্বর। পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে একটি মন্দির তৈরি করেছিলেন। যা এখনও রয়েছে বলে দাবি স্থানীয়দের। তাই এই অঞ্চলের নাম ফারুখাবাদের বদলে পাঞ্চালনগর করার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। ইতিহাসের যোগ রয়েছে’।
বিজেপি সাংসদ মুকেশ রাজপুত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখার কথা স্বীকার করে নিয়েছেন। নিজের দাবির সমর্থনে তিনি বলেন, ‘এই নাম পরিবর্তন হলে অর্থাৎ ফারুখাবাদ থেকে পাঞ্চাল নগর হলে তা ভারতীয় সংস্কৃতি পুনরুজ্জীবিত করবে। ফারুখাবাদের প্রতিষ্ঠার আগে কম্পিল, সঙ্কিশা, শিংগ্রিরামপুর এবং শামসাবাদ বিখ্যাত ছিল।
১৭১৪ সালে তৎকালীন মুঘল শাসক ফাররুখশিয়ার ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করে এই শহরের নাম বদল করে ফারুখাবাদ রাখেন। সেই কারণেই তিনি ভারতীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে ফারুখাবাদের নাম পাঞ্চালনগর করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন নামটি ভারতীয় ঐতিহ্য অনুসারের হোক, যাতে স্থানীয় মানুষেরও ভাল লাগে।