আত্মনির্ভর ভারতের’ দিকে আরও এক পা এগোল ভারত। এই উপলক্ষ্যেই সামরিক হার্ডওয়্যার সেক্টর সংক্রান্ত ব্যাপারে নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর এইজন্য প্রতিরক্ষামন্ত্রক প্রতিরক্ষা অধিগ্রহণ পদ্ধতি (ডিএপি) ম্যানুয়াল সংশোধন করার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যাতে বেসরকারি খাতের সংস্থাগুলো ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সাথে অংশীদারিত্বে প্রয়োজনীয় অস্ত্র এবং সামরিক হেলিকপ্টার তৈরি করতে পারে।
বর্তমানে ভারতের কাছে রাশিয়ান নির্মিত এমআই-১৭ এবং এমআই-৮ হেলিকপ্টার রয়েছে। এবার পরবর্তীকালে ভারতের পরিকল্পনা রয়েছে বিদেশী হেলিকপ্টারের পরিবর্তে দেশীয় হেলিকপ্টার ব্যবহার করার। আর এই উদ্দেশ্যেই মাল্টি রোল হেলিকপ্টার তৈরি করার চেষ্টা করবে ভারতীয় সংস্থাগুলো। এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে কয়েকটি সংস্থা ইচ্ছাও প্রকাশ করেছে।
দেশীয় সংস্থাগুলোর সহযোগিতায় তৈরি এই হেলিকপ্টারগুলোর বিমান হামলা, সাবমেরিন বিরোধী, রণতরী বিরোধী, সামরিক পরিবহণে ব্যবহার করা হবে। প্রায় ১৩ টন সমপন্ন এই হেলিকপ্টারগুলো হবে বলে জানা গেছে। এই ব্যাপারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ আগামী ৭ বছরের মধ্যে উৎপাদন শুরু করে দিয়েছে। এই উৎপাদন প্রসঙ্গে ফ্রেঞ্চ সাফরান হ্যাল-এর সঙ্গে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করে নিয়েছে বলে জানা গেছে।
2022-07-18