উদয়পুরের পুনরাবৃত্তি হল বিহারের সীতাপুরে। নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় এক হিন্দু যুবককে ছুরি দিয়ে কোপাল ২ মুসলিম। তবে প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত অঙ্কিত কুমার ঝা। তিনি হাসপাতালে ভর্তি। নানপুর এলাকায় ঘটনাটি ঘটেছে ১৫ জুলাই, তবে সোমবার রাতে ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত গুলাব রব্বানি ও নেহালকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অঙ্কিত রাস্তার পাশের একটি স্টলে দাঁড়িয়েছিলেন। সেই সময় সেখানে আসে গুলাব রব্বানি এবং নেহাল। কিছু নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শুরু হয় মারপিট। হঠাৎ গুলাব রব্বানি ওরফে গোরা পিছন থেকে ছুরি মারে অঙ্কিতকে। পথচারীরা রক্তাক্ত অবস্থায় অঙ্কিত ঝাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পরে পুলিশ দল হাসপাতালে অঙ্কিত ঝা-এর সঙ্গে দেখা করে। ঘটনার পরের দিন অঙ্কিত ঝা চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন— রব্বানি, নেহাল, বেহাল এবং হেলাল। পুলিশ অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অঙ্কিত দাবি করেন, নূপুর শর্মার সমর্থনে একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তারপরই এই ঘটনাটি ঘটেছে।
জখম যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, এফআইআর-এর কপি থেকে নূপুর শর্মার নাম মুছে ফেলার জন্য চাপ দেয় পুলিশ। তবেই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে। যদিও এসপি হরকিশোর রায় দাবি করেন এই ঘটনার সঙ্গে নূপুর শর্মার কোনও যোগ নেই।