এবার নদিয়ায় ‘বুলডোজার’ চলল। নদিয়ার এক পুরসভার তরফে ‘অবৈধভাবে’ নির্মিত এক কংগ্রেসের পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হল। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভার তরফে কোনো রকমের নোটিশ না দিয়েই ওই আরও কয়েকটি নির্মাণকার্য ছাড়াও অফিসটি ভেঙে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণীর ২ নং বাজারে। এই এলাকাতেই অবস্থিত দোকানগুলোর সামনে ড্রেনের জন্য জায়গা রয়েছে। পুরসভার দাবি, ওই ড্রেনের জায়গাতেই বহু দোকানদার অবৈধভাবে দোকান বানিয়েছে এবং এমনকি দোকানের সামনে প্লাস্টার সহযোগে বাঁধাইও করেছে। এই অবস্থায় যতটা এলাকায় অবৈধ নির্মাণ রয়েছে, সেটুকুই ভেঙে দেওয়া হয়েছে।
অপরদিকে, স্বপন সাহা নামক এক দোকানদারের প্রশ্ন এই ভাঙার কাজ রাতের বেলাতেই করা হল কেন? তিনি একইসঙ্গে এও অভিযোগ তুলেছেন যে, ভাঙতে আসার আগে পুরসভার তরফে কোনো নোটিশ পাঠানো হয়নি। এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পূর্ত দফতরের চেয়ারম্যান–ইন-কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায়ের দাবি, “লিখিত নোটিশ না পাঠানো হলেও, যথাসময়ে মাইকিং করে অবৈধ নির্মাণকারী দোকানদারদের ভাঙার ব্যাপারে অবগত করা হয়েছিল”।
2022-04-27