এবারে অরুণাচল প্রদেশ ঘেঁষে লাল ফৌজ বড় মাপের নির্মাণকার্য শুরু করেছে বলে খবর। এই বিশেষ তথ্যটি দিয়েছে ভারতীয় সেনা। বলা হয়েছে, অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে অধিকৃত তিব্বতে লাল ফৌজ নিজেদের পরিকাঠামো তৈরিতে ব্যস্ত। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পিপলস লিবারেশন আর্মির তৎপরতার খবর সামনে আসছিল। এর আগে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছিল, অরুণাচলের উত্তরে সুবিনসিরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের এলাকায় ঢুকে পড়ে একটি গ্রাম তৈরি করে ফেলেছিল লাল ফৌজ।
এবারে অরুণাচল প্রদেশ ঘেঁষে লাল ফৌজ তৈরি করছে নিজেদের পাকা ঘাঁটি। এই প্রসঙ্গে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা জানিয়েছেন, ”এলএসির ওপারে অন্য পক্ষ ক্রমাগত তাদের সড়ক, রেল এবং বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। তাদের উদ্দেশ্য, যে কোনও পরিস্থিতির প্রতিক্রিয়ায় দ্রুত বাহিনীকে একত্রিত করা।”
এই প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুই দেশের সীমান্তে কোন রকমের উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে যাতে যেকোন পরিস্থিতিতে চিনা সেনাবাহিনী ফরোয়ার্ড বেসে অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী পাঠাতে পারে, তার কারণেই এমন উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল, ওই এলাকায় নির্মীয়মান বেশ কয়েকটি নতুন বায়ুসেনার ঘাঁটি।
2022-05-18