এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অস্থায়ী সদস্য হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নির্বাচনে জয়ী হল ভারত, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই নিয়ে অষ্টমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে নিরবিচ্ছিন্ন সমর্থনের মাধ্যমে ২০২১-২২ মেয়াদে ভারতকে নির্বাচিত করেছে। ১৯২টি ভোটের মধ্যে ভারত পেয়েছে ১৮৪টি ভোট। ব্যাপক সমর্থনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়েছে ভারত, এজন্য আমি ভীষণ আনন্দিত। রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
এই সাফল্য ও জয়ের জন্য রাষ্ট্রপুঞ্জে ভারতের পার্মানেন্ট মিশন এবং বিদেশ মন্ত্রকের টিমকে অভিনন্দন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর বার্তা, কঠোর পরিশ্রমের জন্য রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশন এবং বিদেশ মন্ত্রকের টিমকে অভিনন্দন।রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত ভারত। এই নিয়ে আটবার অস্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভূক্তি হল ভারতের। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। এশিয়া-প্যাসিফিক গোষ্ঠীর অন্তর্গত ৫৫টি দেশ বিপুলভাবে ভারতকে সমর্থন করেছে। এই গোষ্ঠীতে রয়েছে পাকিস্তান ও চিনও। ভারতকে অন্য দেশগুলি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাতে অন্য কিছু করার কোনও উপায় ছিল না এই দুই দেশের। চিন ও পাকিস্তান এদিন ভারতকে সমর্থন করেছে। ২০২১-২২ সালের জন্য এই নির্বাচন। এর আগে, ভারত সাতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। সেগুলি ছিল- ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯১ ও ২০১১-১২। ভারতের পাশাপাশি আয়ারল্যান্ড, মেক্সিকো, ও নরওয়ে নিরাপত্তা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছে।
2020-06-18