কিছুদিন ধরেই ভারত ও চিনের সংঘাতের খবর শিরোনামে। সারা দেশে একাধিক আলোচ্য বিষয়ের মধ্যে এটিও আলোচনার কেন্দ্র এসে দাঁড়িয়েছে। এই আন্তর্জাতিক সংঘাতের মাঝেই দেশজুড়ে দেখা বিরোধীদের আক্রমণও, যার মধ্যে কংগ্রেস উল্লেখযোগ্য। এবার, কংগ্রেসকেই পাল্টা তোপ দাগলেন বিজেপির এক নেতা।
বিজেপির মুখপাত্র রাজ্যবর্ধন রাঠোরের বক্তব্য, “ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী দেশের নিরাপত্তা ও সীমান্ত নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন, যাতে দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। এটা রাহুলে প্রপিতামহ নেহরুর ভারত নয়, যিনি ৩৭ হাজার ২৪২ কিলোমিটার হারিয়েছিলেন চিনের কাছে”।
তাঁর আরও দাবি, রাহুল গান্ধী রাজনৈতিক ময়দানে নতুন করে ফেরার জন্য জাতীয় সুরক্ষা নিয়ে মন্তব্য করেছেন। তিনি একইসঙ্গে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন রাজীব গান্ধী ফাউন্ডেশনের কথারও উল্লেখ করেন। তাঁর কথায়, চিনের টাকাতেই এই ফাউন্ডেশনটি চলছে।