রোগীর মৃত্যু ঘিরে এই চিকিৎসক ধোলাই হল সাংবাদিকরা সেই মৃত রোগীর নাম প্রকাশ করে সাংবাদিকতার বৃত্তটা পুর্ন করুন

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শার্ট-প্যান্ট এবং লুংগি -শার্ট পরিহিত বেশ কিছু হামলাবাজ পান্ডুয়াতে এক জন চিকিৎসককে ধোলাই দিচ্ছে!!
আসামে ডাক্তার নিগৃহীত হলে মুখ্যমন্ত্রী নিজেই উপস্থিত হন, দ্রুত ২২ জন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হন আর এই রাজ্যে চিকিৎসকরা বেধড়ক মার খেলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী উদাসীন থাকেন বলেই আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা বাধ্য হন কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাতে।মাঝখান থেকে অসহায়,নিরাপরাধ রোগিদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়,প্রানসংশয় হয়ে পড়েছে। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নি ঘটনায় অভিযুক্ত একজনও!!! বিস্ময়কর পুলিশ প্রশাসনের এই নির্লিপ্ততা!!? কেন??? নিগ্রহকারীদের কারো পরনে প্যান্ট কারো পরনে লুংগি!!!! বেশ চিন্তার বিষয়রে তোপসে!!!চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মীদের ক্ষোভের কারন অত্যন্ত সংগত। ধিক্কার জানাই এই ঘটনায় যুক্ত দুষ্কৃতকারীদের এবং রাজ্য প্রশাসনের নির্লিপ্ততাকে।
রাজ্য পুলিস প্রশাসন দ্রুত চিকিৎসক নিগৃহের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করুক এবং তাদের দ্রুত বিচারের মধ্য দিয়ে আইন অনুসারে শাস্তি প্রদানে উদ্যোগ নিক — এই দাবী জানাই। যে রোগির মৃত্যু ঘিরে এই চিকিৎসক ধোলাই হল সাংবাদিকরা সেই মৃত রোগীর নাম প্রকাশ করে সাংবাদিকতার বৃত্তটা পুর্ন করুন। চিকিৎসক ধোলাই যারা করছেন তাদের কারো পরনে শার্ট প্যান্ট কারো পরনে শার্ট-লুংগি!!!

পান্ডুয়া হাসপাতালের সব চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মীরা কর্ম বিরতি প্রত্যাহার করে নিরাপরাধ রোগিদের চিকিৎসা পরিসেবা প্রদান করুন, রাজ্যের মানুষ আপনাদের পাশে নিশ্চয় আছেন।করোনা সংকট কালে যে ভাবে এক বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিসেবার সাথে যুক্ত প্রতিটি মানুষ যে নিরলস ভাবে সেবা প্রদান করে চলেছেন তার জন্যে রাজ্যবাসি হিসাবে তদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই।
★ Written by
G.C Mandal, Advocate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.