কর্ণাটক হাই কোর্ট রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে মসজিদের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করতে বলেছে।
সম্প্রতি বেঙ্গালুরুর থানিসান্দ্রা মেইন রোড সংলগ্ন আইকন আবাসনের ৩২ জন বাসিন্দা এক পি আই এল ১৬ টি মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগ করে।
আগে কোর্ট মসজিদ কর্তৃপক্ষকে এফিডেভিট জমা করতে বলে এই মর্মে যে তারা নয়েস পলিউশন রেগুলেশন এন্ড কন্ট্রোল রুলস ২০০০ অনুযায়ী শব্দ দূষণমূলক কোনো কাজ করবে না।
মসজিদের পক্ষে সওয়াল করতে গিয়ে উকিল বলেন ওই ১৬ টি মসজিদে শব্দ দূষণ নির্ণায়ক যন্ত্র স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন যে মসজিদ কমিটিতে শব্দ দূষণ রোধে তৎপর। শব্দ দূষণের প্রমান পেলে পুলিশ ব্যবস্থা নেবে। কর্তৃপক্ষ দাবি করে যে তারা লাউড্স্পীকার চালাবার লিখিত অনুমোদন পেয়েছে।
দু’পক্ষের তর্ক বিতর্কের পর কোর্ট বলে ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালের নির্দেশিকার ভিত্তিতে পরবর্তী শুনানির পর সিদ্ধান্ত নেয়া হবে।