হাঁসখালি ধর্ষণকাণ্ডে উঠে এল আরও বিস্ফোরক তথ্য। নমুনা সংগ্রহ করতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে যান ডিআইজি অফিসার অখিলেশ সিং। তাঁকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশিরা। অভিযুক্ত ব্রজগোপাল গয়ালি এবং তার বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি এলাকায় সন্ত্রাস চালায় বলে অভিযোগ করেন তাঁরা। প্রতিবেশি মহিলার কথায়, ‘এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছে। রাতে এলাকার মেয়েরা বাড়ি থেকে বেরতে পারে না। আমাকের ধর্ষণের হুমকি দিয়েছিল’।
পুলিশ কর্তার সামনে ওই মহিলার আকুতি, ‘আমাদের ছেলেরা ঘর থেকে রাতে বের হতে পারে না। আমরা শান্তিতে বাঁচতে চাই। আমরা সুস্থ ভাবে বাঁচতে চাই। থানায় গিয়ে অভিযোগ করলে অভিযোগ নেয় না।’ এখানেই শেষ নয়, অন্য এক প্রতিবেশী মহিলার দাবি, ‘ওরা একটা গুন্ডা। ওদের ভয়ে এলাকা কাঁপে। আমি ভয়ে ঘর থেকেই বের হই না। আমার সঙ্গে বহু কিছু করেছে। আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব। ওরা বাবা-ছেলে এরমই।’
মহিলার আরও অভিযোগ, ‘১৫ বছর ধরে সবার থেকে তোলা তুলে খেয়ে, পেট মোটা করেছে। কেউ ওর প্রতিবাদ করতে পারে না। আমি প্রতিবাদ করেছি। আমাকে যখন মারছিল, আমি ওকে পিটিয়েছিলাম।’ উল্লেখ্য, বৃহস্পতিবারই অভিযুক্তের বাড়িতে হানা দেয় সিবিআই। তালা ভেঙেই বন্ধ বাড়িতে ঢোকেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে একাধিক তথ্য। রক্তমাখা তোষক এবং আরও বেশ কিছু নমুনাও মিলেছে বাড়ি থেকে। বৃহস্পতিবারই অভিযুক্তদের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রাণাঘাট কোর্ট।

