Double double চাকরি
ভোটের আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে ডবল ডবল চাকরি হবে।
সেই প্রকল্পের বাস্তবিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করার পরের দিন চাকরি পেয়ে গেলেন। মাইনে ₹216000/- সাথে অন্যান্য সুযোগ-সুবিধা ।
অঞ্জন বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী মানে আলাপন বন্দ্যোপাধ্যায় এর আত্মীয়র চাকরি হলো মাইনে ₹ 110000/- সাথে অন্যান্য সুযোগ-সুবিধা।
কে বলে আমাদের মুখ্যমন্ত্রী কথা রাখে না?
কিন্তু কোন প্রক্রিয়ায় নিয়োগ হলো? কোনরকম বিজ্ঞপ্তি হয়েছিল? যোগ্য প্রতিদ্বন্দ্বী কেউ ছিল কি আর?
যাইহোক এসব প্রশ্ন করার কোনো মানে নেই।
মাননীয়ার প্রকল্প চালু হয়ে গেছে।
(SSC/TET এইসব নিয়ে ভাবার সময় পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই)
আনন্দ হচ্ছে তো? DJ বাজান আর নাচ করুন। 😂