জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ক্রমশ অবনতি হয়েছে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক। আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে সমস্ত রকম কূটনৈতিক তাস খেলেছে ইমরান খান। কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি ইসলামাবাদ।
তবে পাকিস্তানের সেনাবাহিনী চুপচাপ পাক অধিকৃত কাশ্মীরে তাদের গতিবিধি বাড়িয়েই চলেছে। বালাকোট থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী ভেবেচিন্তে ভারতের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে। সেই জন্য ৩০৭ ধারা তুলে নেওয়ার পরই সীমান্তে দেখা যায় বিশাল পাকিস্তানি সেনা। পাক সেনার বিশ্বস্ত সূত্রে খবর, সীমান্তে ছোটখাটো কোনো হামলা চালানোর পরিকল্পনা করছে তারা।
পাক সেনাবাহিনীর এক সদস্য বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বর্তমানে যা পরিস্থিতি। তা যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। সীমান্তে প্রতিদিন যেভাবে গোলা বারুদের সংঘর্ষ হচ্ছে, তাতে করে স্পষ্ট আগামী দিনে বড় কিছু ঘটতে চলেছে। এদিকে ভারতীয় সেনাও সীমান্তে কড়া নজর জারি রেখেছে। লাইন অফ কন্ট্রোলে পাক সেনাদের গতিবিধির দিকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।