নোটবন্দী নিয়ে মোদীর সিদ্ধান্তে কোনও ভুল নেই, বছরের শুরুতেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বছরের শুরুতেই সুখবর পেল কেন্দ্র সরকার। নোটবন্দী নিয়ে মোদীর সিদ্ধান্তেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, মোদীর সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। বৈধ পথেই নোটবন্দী করেছে সরকার।

২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই ডিমানিটাইজেশন তথা নোটবন্দির কথা ঘোষণা করেছিল মোদি সরকার। কালো টাকা উদ্ধার করতে ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করার এই সিদ্ধান্তকে সরকারের বৈপ্লবিক পদক্ষেপ বলে দাবি করেছিল বিজেপি।

সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট ৫৮টি মামলা হয়েছিল। যার মধ্যে ৪০টির বেশি জনস্বার্থ মামলা। সব মামলাগুলিকে ক্লাব করে শুনেছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। এদিন সেই সংক্রান্ত রায় দিল আদালত।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্নার সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

যদিও পাঁচজনের মধ্যে এক বিচারপতি কেন্দ্রীয় সরকারের নোটবন্দীর সিদ্ধান্ত সঠিক নয় বলে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, আরবিআই মনে করলে অবশ্যই নোটবন্দী করতে পারে, তবে কেন্দ্রীয় সরকারের তাতে হস্তক্ষেপ করা উচিত হয়নি বলেই মনে করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.